১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় কলেজ ছাত্রকে জোরপূর্বক ধর্ষণ, ধর্ষক রিপন(২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানাযায়, শাহজাদপুর মহিলা করেজের এইচ এসসির দ্বিতীয় বর্ষের ছাত্রীর সাথে উপজেলার নিকরদহ গ্রামের আব্দুল মালেকের ছেলে রিপনের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। সে সুবাধে দু’জনের মধ্যে বন্ধুত্ব গভীর হতে থাকে। এক পর্যায়ে গত সোমবার সন্ধ্যায় উভয়ই এক আত্মীয় বাড়িতে উপস্থিত হয়। এ সময় রিপন কলেচ ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। এসময় কলেজ ছাত্রী ধস্তাধস্তির এক পর্যায়ে আত্মীয়রা তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। এব্যাপারে কলেজ ছাত্রীর  মা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর গতকাল মঙ্গলবার সকালেই সাঁথিয়া থানা পুলিশ আসামী রিপনকে গ্রেপ্তার করেছে। ধর্ষিতার ডাক্তারী পরিক্ষার জন্য পাবনা জেনাবেল হাসপাতালে ও আসামী রিপনকে পাবনা আদলাতে প্রেরণ করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, কলেজ ছাত্রীর ধর্ষনের অভিযোগ পেয়েছি। ধর্ষিতার ডাক্তারী পরিক্ষার জন্য পাবনা জেনাবেল হাসপাতালে ও আসামী রিপনকে পাবনা আদলাতে প্রেরণ করেছে। এব্যাপারে সাঁথিয়া থানায় একটি ধর্ষন মামলা হয়েছে।##