১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টা ভ্রাম্যমান আদালতে আসামীর ৬মাসের কারাদন্ড

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ১১বছরের এক কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টা করায়  ভ্রাম্যমান আদালতে আসামীকে ৬মাসের কারাদন্ড দেয়া হয়। জানাগেছে,উপজেলার পৌরসভাধীন খলিশাখালি গ্রামের হাসেম আলীর ছেলে এক সন্তানের পিতা রিপন(৩৫)ওই কিশোরীর বাবা মায়ের অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে জোড়পূর্বক তার শ্লীললতাহানির চেষ্টা করে। কিশোরী চিৎকার দিলে লম্পট রিপন পালিয়ে যায়। কিশোরীর অভিভাবক বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পুলিশ রিপনকে আটক করে। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ আসামী রিপনকে এই কারাদন্ড দেন##