১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় কুকুরের কামুড়ে আহত – ৪

শেয়ার করুন:

আবু হানিফ খাঁন: সাঁথিয়ায় খেপা কুকুরের এলোপাথারি কামুড়ে গুরুতর  আহত হয়েছে  ০৪ (চার) শিশু। জানাগেছে ২ মে  ২০২১ খ্রীঃ বুধবার সকাল ১০ ঘটিকার সময় পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাইশুকা গ্রামের মোছাঃ আম্বিয়া খাতুন – (১২), পিতা- মোঃ আবুল শেখ, মাতা- মোছাঃ জহুরা বেগম।

মোঃ সিয়াম শখ – (১২), পিতা- মোঃ রমজান আলী শেখ   গ্রাম- আত্রাইশুকা ।
আম্বিয়া খাতুন,  তৃতীয় শ্রেণীর ছাত্রী, দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিয়াম তৃতীয় শ্রেণির ছাত্র, বিষ্ণুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অত্র উপজেলার  রায়েকমারী আরো ২ দুই শিশুর পরিচয় জানা যায়নি।
শিক্ষা প্রতিষ্ঠান বÜ থাকার কারনে শিশুরা বিষ্ণুপুর কালিবাড়ী সড়ক  দিয়ে  হাঁটাহাঁটি করছিল  এমন সময় ৪/৫ টি কুকুর এলোমেলো চলা অবস্থায় পরপর শিশু গুলোকে আক্রমন করে ।
কুকুরের কামুড়ে শিশুদের প্রাথমিক চিকিৎসার জন্য
  দুলাই বাজার |অপর দুইজনকে  পাবনা জেনারেল  হাসপাতালে চিকিৎসার জন্য য পাঠানো হয়।
এলাকাবাসী ও অভভিাবকরা  জানয়িছেনে এই এলাকায় প্রতিনিয়তই অনেক কুকুরের বিচরণ দেখা যায়। কুকুর   থেকে  রক্ষা পাওয়ার জন্য দ্রুত সরকারীভাবে পদক্ষেপ না নিলে ক্ষেপা কুকুরের কামুড়ে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে।