সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়া উপজেলা কাশিনাথপুর ইউনিয়ন যুবদলের(আংশিক)উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত ও সুস্থতা কামনা করে দোয়া এবং ইফতারমাহফিলের আয়োজন করা হয়। যুবদল নেতা বাহাদুর হোসেন বাবুর সভাপতিত্বে কাশিনাথপুর মিলেনিয়াম স্কুলের সামনে শনিবার বিকালে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান ভিপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ফজলুর বারী ঠান্টু, সহসাধারণ সম্পাদক ফজলুল হক, কৃষকদলের সাবেক সদস্য সচিব আকতারুজ্জামান খোকন, কাশিনাথপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সি। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিল।
পরে ফজলুল হকের পরিচালনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।