প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার সেলন্দা খোদেজা আমিন পাঠাগারে বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে বইপাঠ, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় তিন শতাধিক শিশু কিশোরের উপস্থিতিতে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় তিনটি বিভাগে শিশুদের পুরুস্কার দেয়া হয়। তাছাড়াও উপস্থিত শিশুদের মিষ্টি মুখ করানো হয়। আলহাজ্ব খোদেজা বেগমের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (অব) অধ্যাপক হামিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেলন্দা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরল আমিন।
Post Views: 50