২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যা

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতা:পাবনার সাঁথিয়া উপজেলার আত্রাইশুকায় গলায় ফাঁস নিয়ে এক গৃহবধু আত্ম হত্যা করেছে। সে ওই গ্রামের মহিরের ছেলে আনিসের স্ত্রী রীমা (২৬)। পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে।

পারিবারিক ও এলাকা সূত্রে জানাযায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাইশুকা গ্রামের আনিসের স্ত্রী এক সন্তানের জননী রীমা খাতুন(২৬) শশুড়বাড়ির সকলের চোখের আড়ঁলে রবিবার সন্ধ্যার পর নিজ কক্ষের ফানের সাথে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে শয়ন কক্ষে খোঁজতে গেলে ভিতর থেকে দরজা আটকানো দেখতে পায়। পরে জানালা দিয়ে উঁকি দিলে রীমাকে ফানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় অন্যদের সহায়তায় পরিবারের সদস্যরা লম্বা লাঠীতে কাঁচি বেঁধে রশি কেটে দেয়। পরে কাঁঠের গুলি দিয়ে আঘাত করে কক্ষের দরজা খুলে মৃত অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে এলাকাবাসী।
আত্রাইশুকা গ্রামের আব্দুর রহমান, বিষ্ণুবাড়িয়া গ্রামের নুর হোসেন নূহু জানান, আনিসেন বাড়ির সদস্যদের আত্ম চিৎকারে আমরা বাড়িতে গিয়ে অনেক চেষ্টার পরে দরজা ভেঙ্গে রীমার লাশ উদ্ধার করি।
এদিকে সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাতে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য সোমবার পাবনা মর্গে প্রেরণ করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।