১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ পাবনার সাঁথিয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার মাধপুর গোসাই পাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সেলিম হোসেন (২৫)। 

জানাযায়, ১০ জুন(বৃহস্পতিবার) সকালে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাবনা-নগরবাড়ি মহাসড়কের বহলবাড়িয়া গ্রামের কালুকাটা চকের মধ্যে লাশ দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ইজি বাইক চালক সেলিমের লাশ উদ্ধার করে। দূর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে, গলায় ধারালো অস্ত্র ঢুকিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। লাশের পাশ থেকে পুলিশ একটি হাতুড়ি উদ্ধার করেছে। 

সেলিমের মামা বাঁকিবিল্লাহ জানান, তার ভাগনে বুধবার বিকালে বাড়ি থেকে ইজি বাইক নিয়ে বের হলে সে আর রাতে বাড়ি ফেরে না। রাতে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করেন। সকালে সংবাদ পেয়ে আমরা সেলিমের লাশ সনাক্ত করি। তিনি আরও বলেন আমার ভাগনে ৪ মাস আগে বিয়ে করেছে। তার কোন প্রতিপক্ষ বা বিরোধ ছিলো না। ইজিবাইক ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন মামা বাঁকিবিল্লাহ। 

এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রক্রিয়া চলছে।স্থানীয়রা জানান, মহাসড়কের বহলবাড়িয়া নামক স্থান ফাঁকা থাকায় প্রায়ই বিভিন্ন ধরণের অপকর্ম ও ছিনতাইসহ হত্যারমত ঘটনা ঘটছে।
এদিকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বেড়ে সার্কেল শেখ জিল্লুর রহমান ও সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দুকুল ইসলাম। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দুকুল ইসলাম জানান, ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ক্লু উৎঘাটনে কাজ চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইজি বাইক ছিনতাই করতেই চালককে হত্যা করা হয়েছে।