সাঁথিয়া(পাবনা)সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত দুই বারের চেয়ারম্যান মুনসুর আলম পিনচু সোমবার দায়িত্বগ্রহণ করেছেন। সকাল ১১টার দিকে পরিষদ চত্ত¦রে সুধী সমাবেশ করে সবাইকে মিষ্টি মুখ করিয়ে ও দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি ও তার ইউপি সদস্যরা। আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে ও আলতাব উদ্দিনের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা আ,লীগের সহসভাপতি কার্তিক চন্দ্র সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু, মিয়াপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, বর্তমান অধ্যক্ষ মজিবুর রহমান, প্রভাষক আব্দুল লতিফ, পাবনা মুনসুর আলী কলেজের প্রভাষক আব্দুল মান্নান,মিয়াপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সাইদ,সাংবাদিক উজ্জ্বল হোসেন, শিক্ষক দিপেন্দ্রনাথ প্রমূখ।
এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদসদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Post Views: 38