সাঁথিয়া(পাবনা) সংবাদদাতাঃ
পাবনার সাঁথিযায় শনিবার (১৪ আগষ্ট) ভোরে নগরবাড়ি-ঢাকা সড়কের শরিষা-ভিটাপাড়া নামক স্থান থেকে ২টি গরুসহ ট্রাক উদ্ধার করে থানা পুলিশ । অজ্ঞাত কয়েক জনকে আসামী করে সাঁথিয়া থানায় একটি চুরি মামলা হয়েছে।
সংঘবদ্ধ চোরেরা গরু চুরি করে ট্রাকে নিয়ে যাওয়ার সময় রাতে অতি বৃষ্টিতে শরিষ-ভিটাপাড়া রাস্তায় পড়ে থাকা গাছের কারণে ট্রাক রেখে পালিয়ে যায় চোরেরা। খবর পেয়ে পুলিশ ট্রাক উদ্ধার করে গরু নিয়ে আসে। পোরাট গ্রামের এবাদ আলী প্রামানিকের গোয়াল ঘর থেকে ১টি গাভী ও ১টি বাছুর সঙ্গবদ্ধ চোররা চুরি করেছিল।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থল গিয়ে ট্রাকটি আটক করি। এসময় গরু ২টি উদ্ধার করা হয়।
Post Views: 13