২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় জমিজমাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত-১,আহত-৬

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় জমিজমাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংর্ঘষে নিহত-১.আহত-৬।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন আমোষ গ্রামের ওহেদের ছেলে নিয়ামত গংদের সাথে মৃত তফিজ শেখের ছেলে কামরুল শেখের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঈদুল আযাহার দিন দুপুরে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘষ চলে। এতে কামরুল গ্রুপের কামরুল(৩৫),ইনামুল (৩০),আকরাম(২৫), মোর্শেদ(১৯)কে গুরুতর আহত অবস্থায় সাঁথিয়া হাসপাতালে ভতি করা হয়। আহত ইনামুলের অবস্থা আশংকজনক হওয়ার পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মারা যায়। ইনামুলের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনায় এলাকায় উত্তোজনা বিরাজ করছে।