সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অর্নুধ-১৭) সাঁথিয়া সরকারী কজেল মাঠে আয়োজন করা হয়। বুধবার (২ জুন) বিকেলে উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপি। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা,অধ্যক্ষ মোহাম্মদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম রঞ্জুসহ সুধীজন। উদ্বোধনী খেলায় নন্দনপুর একাদশ বনাম নাগডেমরা একাদশ অংশ গ্রহণ করে।##
Post Views: 33