সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অর্নুধ-১৭)’র ফাইনাল খেলা সাঁথিয়া সরকারী কজেল মাঠে আয়োজন করা হয়। বুধবার (৪ জুন) বিকেলে সাঁথিয়া পৌরসভা একাদশ বনাম ধোপাদহ একাদশ টিমের ফাইনাল খেলায় অংশ নেন। সাঁথিয়া পৌরসভা ৫-১ গোলে ধোপাদহ একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে বিজয়ী হয়।
উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অবঃ) আশরাফুল আলম মজনু, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আমিনুল ইসলাম, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংবাদিক আঃ হাই, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম রঞ্জু,লিটনসহ সুধীজন। ।##