সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (০৫-১৯ জুন) ২১ইং উদযাপন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় উপজেলা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখীর সভাপতিত্বে ও ডাঃ আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। পরিকল্পনা সভায় উপজেলার ২৬৫টি ক্যাম্পের মাধ্যমে ৬-১১মাস পর্যন্ত ৬ হাজার ২৭৭ জন এবং ১২-৫৯ মাস পর্যন্ত ৪৯ হাজার ৩৮৯ জন শিশুকে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (৫-১৯ জুন) খাওয়ানের সিন্ধান্ত হয়। ##