সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় যথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগ ও তার অঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন। কর্মসূচীর মধ্যে ছিল সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ, আলোচনা সভা, চিত্রাংক, রচনা প্রতিযোগিতা,দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ। বেলা ১০টায় উপজেলা প্রশাসনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুরের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা আব্দুল কাদের, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, অধ্যক্ষ মাও, আব্দুল মালেক, অধ্যাপক আশরাফুল আলম মজনু, অধ্যাপক আব্দুদ দাইন প্রমুখ।##