১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় জালসাতে যুবতীকে উত্তাক্ত করার প্রতিবাদে সংর্ঘষ,ভাংচুর, আহত ৫

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় কবরস্থানে জালসাতে যুবতীকে উত্তাক্ত করার প্রতিবাদ করাতে সংর্ঘষের ঘটনায় ঘরবাড়ি ভাংচুরসহ ৫জন আহত হয়েছে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাযায়, গত শুত্রবার রাতে উপজেলার নাগডেমরা কবরস্থানে জালসা চলছিল। রাত সাড়ে ৮টার দিকে উক্ত জালসা শুনতে ওই গ্রামের ২জন যুবতী আসে। নাগডেমরা গ্রামের শুকুর মোল্লার ছেলে ফকরুল ইসলাম ওই যুবতীকে বিভিন্নভাবে উত্তাক্ত করায় প্রতিবাদ করে। এসময় জালসায় আসা মুসিল্লীসহ স্থানীয় লোকজন ফকরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে ফকরুল গ্রুপ ও সালাম গ্রুপের সংর্ঘষ বেধে যায়।  সংর্ঘষ চলাকালে আক্তার সরদার, সালাম,রানা,জহুরুল এর ঘর-বাড়ি ও শাহ আলমের মুদির দোকানে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ঘটনাস্থল থেকে থানা পুলিশ ফরিদ(৪০), আলামিন(৩২), ফকরুল ইসলাকে আটক করেছে। উভয় গ্রুপের সংর্ঘষ চলাকালে ব্যবহৃত দেশী তৈরী অস্ত্র-সস্ত্র জব্দ করেছে থানা পুলিশ।  এ সময় আহত সিদ্দিকুল ইসলাম(৪৮), উজ্জল হোসেনকে উদ্ধার করে  পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবন্নতি ঘটলে ওই রাতেই সিদ্দিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এব্যাপারে উজ্জল হোসেন বাদী হয়ে ১৪জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০/১৫জনকে আসামী করে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এখবর লেখা পর্যন্ত এলাকায় চাপা উত্তোজনা বিরাজ করছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম¥দ সিদ্দিকুল ইসলাম জানান,সংর্ঘষের ঘটনায় সাঁথিয়া থানায় ২টি মামলা হয়েছে। এ ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।##