১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় জিআর ও ভিজিএফের ১ কোটি ৩৯ লক্ষ টাকা বিতরণ

শেয়ার করুন:

উজ্জ্বল হোসেন ঃ পাবনার সাঁথিয়া উপজেলার ১০টি ইউনিয়নে জিআর ও ভিজিএফের ১ কোটি ১৬ লক্ষ (নগদ) টাকা বিতরণ কাজ চলছে। উপজেলার কাশিনাথপুর, ক্ষেতুপাড়া, আর-আতাইকুলা, নন্দনপুর, ভুলবাড়িয়া, ধুলাউড়ি, নাগডেমরা, ধোপাদহ, করমজা ও গৌড়ীগ্রাম ইউনিয়ন পরিষদ একযোগে রবিবার (৯ মে) থেকে জিআর প্রকল্পের বরাদ্দের নগদ টাকা গরীব, অসহায় ও দু;স্থদের মধ্যে বিতরণ করে। সারা উপজেলায় জিআর (প্রধান মন্ত্রীর উপহার) এর নগদ টাকা (৪৫০) ৬ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও সোমবার থেকে ঈদ উপলক্ষে ভিজিএফের নগদ (৪৫০) টাকা ১৯ হাজার ৭শত ৭৭টি পরিবারে বিতরণ করা হচ্ছে। নগদ টাকা বিতরণ তদারকির জন্য ৩জন প্রথম শ্রেণির কর্মকর্তা ও স্ব-স্ব ইউনিয়নের ৩জন প্রধান শিক্ষকে দায়িত্ব দেওয়া হয়।
সোমবার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর আলম পিন্চু ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ভিজিএফের ২০৬৬ ও জিআর এর ৫শত পরিবারকে এ নগদ টাকা বিতরণ করতে দেখা গেছে।

এদিকে সাঁথিয়া পৌর সভার আওতায় জিআর ও ভিজিএফের ২২লক্ষ৭৯ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আফতাব নগর উচ্চবিদ্যালয় মাঠে পৌর মেয়র মাহবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ভিজিএফের নগদ টাকা বিতরণের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুল হক টুকু এমপি। পৌর সভার ৪ হাজার ৬ শত ২১ পরিবারকে ঈদ উপলক্ষে ৪৫০ টাকা করে নগদ প্রদান করা হবে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, সু-শৃংখল ভাবে সরকারের দেওয়া জিআর ও ভিজিএফের নগদ টাকা বিতরণ করা হচ্ছে। প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার ওয়ার্ডে তদারকি কর্মকর্তারা সঠিক ভাবে নগদ টাকা বন্টন কাজ তদারকি করছে।