সাঁথিয়া (পাবনা)প্রতিনিধিঃ পাবনায় সাঁথিয়ায় তৈলকপি নামক স্থানে ট্রাকের চাপায় ভ্যান চালকসহ নিহত-২, আহত হয়েছেন-২জন। নিহতরা উপজেলার পুটিগাড়া গ্রামের তারেক আলীর ছেলে ভ্যান চালক রবিউল (২৮)ও যাত্রী একই গ্রামের কহাইয়ের ছেলে আঃ মমিন (৫০)। আহত তৈলকপি গ্রামের রাজু অন্য জন অজ্ঞাত।
স্থানীয়রা জানায়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা- ঢাকা সড়কের তৈলকপি নামক স্থানে আতাইকুলা গামী অটোভ্যান ভেঙ্গে রাস্তায় পরলে নগরবাড়ী গামী সার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ২০-৮২০৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ভ্যান চালক ও যাত্রীদের চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যান চালক রবিউল ও আহত যাত্রীদের পাবনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভ্যান যাত্রী আঃ মমিন মারা যান। মাধপুর হাইওয়ে থানার এসআই মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক হেলপার পলাতক। লাশের আইনি প্রক্রিয়া চলছে।
Post Views: 13