২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় দাবী আদায়ে কালেক্টরেট সহকারীদের সংবাদ সম্মেলন

শেয়ার করুন:

 
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫নভেম্বর থেকে কর্ম বিরতিতে থাকা বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস)সাঁথিয়া শাখার উদ্যোগে রবিবার (২৯ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়েজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি অফিস সহকারী আমিরুল ইসলাম। তিনি সচিবালয়ের ন্যায় পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নিতকরনের দাবী জানান। তিনি বলেন, ৩০বছর চাকরী করেও অনেকে একই পদে থেকে দুঃখজনক ভাবে অবসরে গেছেন। কর্র্তৃপক্ষ বার বার আশ্বাস দেয়া সত্বেও গত ২০ বছর ধরে দাবী পূরণ করা হয়নি। তাদের ন্যায্য দাবী বাস্তবায়নের জন্য সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষেন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংঠনের সাধারণ সম্পাদক অফিস সহকারী বজলুল হক, সহ সভাপতি অফিস সহকারী জমির উদ্দিন, সংগঠনিক সম্পাদক অফিস সহকারী বাবুল উদ্দিন, নির্বাহী সদস্য অফিস সহকারী বিউটি খাতুন, আব্দুল মান্নান, শরিফুল হুদা, ফিরোজ মাহমুদ ##