২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় দু’টি সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন এমপি টুকু

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া পৌরসভায় প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দ’ুটি সড়ক নির্মাণ কাজের  উদ্বোধন করেন  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি। বুধবার এ সড়ক দুটি উদ্বোধন করেন তিনি।

জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর  নগর অবকাঠামো  উন্নয়ন প্রকল্পের ( ২য় পর্যায়) এর আওতায় সাঁথিয়া কালীবাড়ী হতে বালিকা উচ্চবিদ্যালয় হয়ে আজাহার আনছার রাস্তা পর্র্যন্ত  ৯৪ লক্ষ ৮২ হাজার ৭৫৭ টাকা ও সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় হতে চক-কোনাবাড়িয়া কাউন্সিলর আব্দুল হাই এর বাড়ি পর্যন্ত ৭০ লাখ ৬১ হাজার ৮৬৬  টাকা ব্যয়ে আর সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এমপি টুকু বলেন, শেখ হাসিনার সরকার ”গ্রাম হবে শহর” এই পরিকল্পনাকে সামনে নিয়ে গ্রামীণ রাস্তা-ঘাট উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। এ সময়  উপস্থিত ছিলেন, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, উপজেলা আ’লীগ নেতা হাসান আলী খাঁন, রবিউল করিম হিরু, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইসচেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিক, পৌরসভার কাউন্সিলর ও আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।