সরে জমিন উপজেলার বিষ্ণুবাড়িয়া মাঠে ও ঘুঘুদহ বিলে গেলে দেখা যায়, ধানের জমিতে হাঁটু ও কোমর পানিতে অনেকেই শ্রমিক দিয়ে ধান কাটছে। পানিতে ধান কাটা কষ্টা দায়ক হচ্ছে বলে তারা জানান।
উপজেলার আত্রাইশুকা গ্রামের কৃষক বাবলু, চাঁন মিয়া জানান, জমিতে বৃষ্টির পানি বেশি হওয়ায় ধান কাটা বন্ধ রেখেছি। একমন ধানের দামের সমান একজন শ্রমিকের মজুরি হওয়ায় হতাশা গ্রস্ত হয়ে পড়েছি।একই গ্রামের বাবলু জানান, শ্রমিকের ধান বেশি হওয়ায় আমি নিজেই ধান কাটা শুরু করেছি। উপজেলার কল্যানপুর গ্রামের কৃষক মধু জানান, ঘুঘুদহ বিলে বোরো ধান রোপন করেছিলাম। বৃষ্টির পানিতে অধিকাংশ ধানের জমিতে হাঁটু পানি। কিছু জমির ধান পানির নিচে রয়েছে।
সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার সঞ্জীত কুমার জানান,উপজেলায় ৫ হাজার ৪ শত হেক্টও জমিতে ধানের আবাদ হয়েছে। ইতো মধ্যে ১০ ভাগ ধান কাটা হয়েছে। বাঁকী ধান দ্রৃত কাটার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি।
এছাড়াও মাঠের পানি নিশ্কাশনের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।