১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় নিহত ২ কলেজ ছাত্রের সৎকার সম্পন্ন একই চিতায় দুই বন্ধুকে শেষ বিদায়

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪ডেস্কঃ-
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রামের শাহা পাড়ায় ছোট বোনের জন্মদিনে বিষাক্ত মদপানে দুই কলেজ ছাত্রের সৎকার শনিবার দুপুরে সম্পন্ন করা হয়েছে। থানার গাঙ্গুহাটী শ্মশানে একই চিতার আগুনে দুই বন্ধুকে শেষ বিদায় জানানো হয়। এসময় শ্মশান এলাকায় হৃদয় বিদারক দৃশ্যেও অবতরণ হয়। নিহত কলেজ ছাত্ররা হলো বনগ্রামের নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাসের ছেলে আকাশ সাহা (১৮)। নিহত দুইজন একে অপরের বন্ধু ছিল। এর আগে থানা পুলিশ দুই বন্ধুর লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে পাবনা মর্গে প্রেরণ করে।
জানা যায়, বৃহস্পতিবার বনগ্রামের সুবাসের ছোট মেয়ে ও আকাশের বোন টিকলী রাণীর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আকাশের বাড়িতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ সাহা দুই বন্ধু অন্য রুমে একসাথে ঘুমাতে যায়। নিজ রুমে রাতে উভয়ই বিষাক্তমদ পান করলে পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র আকাশ ও ঢাকা স্টামফোর্ড কলেজের আইন বিষয়ের ৩য় বর্ষের ছাত্র শুভ অসুস্থ হয়ে পরে। অসুস্থ আকাশকে রাতেই পাবনা সদর হাসপাতালে নিলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অপর দিকে শুভ সহাকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে রাত ২ টার দিকে পাবনার বেড়া নামক স্থানে পৌঁছালে সে মারা যায়।