১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ৩ জন বহিস্কার

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা)সংবাদদাতাঃ  পাবনার সাঁথিয়া উপজেলার ৯টি ইউনিয়নের তৃতীয় ধপের ভোট ২৮ নভেম্বর। এ নির্বাচনে নৌকা প্রতিকের বিরুদ্ধে আ,লীগ দলীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৩জনকে বহিস্কার করেছে উপজেলা আ,লীগ। গত ১৫ নভেম্বরের স্বাক্ষরিত আদেশে বলা হয় দলীয় গঠনতন্ত্রর ৪৭-এর “১” ধারার সু-স্পষ্ঠ লঘঙন করায় ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ,লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধ আব্দুল গফুরকে, কাশিনাথপুর ইউনিয়নে উপজেলা আ,লীগের সহসভাপতি আতাউর রহমান শামীম ও আর- আতাইকুলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আরশেদ আলী ভান্ডারীকে দল থেকে বহিস্কার করা হয়। ১৬ নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনা স্ব স্ব বিদ্রোহ প্রার্থী, নৌকার দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামীলগ কার্যালয়ে পাঠানো হয়।

কাশিনাথপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী  ও বহিস্কৃত উপজেলা আ,লীগের সহ-সভাপতি আতাউর রহমান শামীম জানান, উপজেলা আ,লীগ আমাদেরকে ষড়যন্ত্র মূলক ভাবে দল থেকে বহিস্কার করেছে। কেন্দ্রীয় আ,লীগের নিষেধ অমান্য করে তারা আমাদের বহিস্কার করতে পারে না। আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করি পারিবারিক ভাবে। স্থানীয় নির্বাচনে বার বার একজন প্রার্থী চেয়ারম্যান হবে কিন্তু আমরা সেখানে ইচ্ছা প্রকাশ করতে পার না। তা হতে পারে না।
সাঁথিয়া উপজেলা আ,লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, প্রথমে তিনজনকে দলীয় গঠনতন্ত্র লঘঙনের কারণে বহিস্কার করা হয়েছে। দলের বাইরে গিয়ে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বহিস্কার করা হয়।