খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর পূর্বে পাশ্ববর্তী স্থান ধ্বসে পানি প্রবেশ করায় এলাকাবাসীর ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল। একই স্থানে গত বছর ধ্বসে গেলে তা সংস্কার করা হয়। এলাকাবাসীর দাবি ডাইকের সংস্কারের অভাবে বহুস্থানে ইঁদুরের গর্ত ও মাছ চাষীদের পুকুরে ডাইক কেটে পাইপ স্থানের কারণে মাঝে মধ্যে এরকম দূর্ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও তদারকির অভাবে ডাইক ধ্বসের মত এমন ঘটনা ঘটছে।
এদিকে নিজেদের সম্পদ রক্ষার্থে রবিবার সকালে ধ্বসে যাওয়া ডাইকের মেরামতে এলাবাসীকে কাজ করতে দেখা গেছে। তারা জানান বেশি পানি থাকায় আমরা হালকা ভাবে কিছু মাটি ফেলার চেষ্টা করেছি।
আত্রাইশুকা গ্রামের রুহুল আমিন ও সোবাহান খা জানান, শনিবার সকালে ধ্বসের খবর দেওয়া হলেও আজ রবিবার পর্যন্ত সংস্কার কাজ শুরু হয়নি। সম্পূন্ন ভেঙ্গে পানি প্রবেশ করলে মাছ, ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হবে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীন রেজার সাথে এ প্রতিনিধি শনিবার যোগাযোগ করলে তিনি জানান, শহর থেকে লোক পাঠানো হয়েছে। তারা দেখে ব্যবস্থা গ্রহণ করবে।