১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় পাউবো’র ডাইকে ধ্বস,সংস্কারে উদাসিন

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার আই-৩,এস-১৯ ক্যানালের ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রইশুকা গ্রামের কামারপাড়া সংলগ্ন ডাইক ঈদের দিন ভোরে হঠাৎ ধ্বসে যায়। ডাইকের ভিতরে বিশাল গর্তের সৃষ্টি হয়ে বসতি এলাকায় হালকা পানি প্রবেশ করে। শনিবার সকালে কয়েক দফা পাবনা পানি উন্নয় বোর্ডের কর্মকর্তাদের সংবাদ দেওয়া হলেও রবিবার দুপুর পর্যন্ত ডাইকের সংস্কার কাজ শুরু করেনি পাউবো। এতে বড় ধরণের দূর্ঘটনার আশংকায় আতংকৃত হয়ে পড়েছে এলাকাবাসী। সম্পূন্ন ভেঙ্গে গ্রামে পানি প্রবেশ করলে ঘর বাড়ি ও ফসলী জমি প্লাবিত হয়ে ক্ষতি সাধনের আশংকা তাদের। আত্রাইনদীতে প্রচুর পানি থাকায় নি¤œাঞ্চল ব্যাপক ভাবে পানিবন্ধী হয়ে পড়বে স্থায়ী বসতিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর পূর্বে পাশ্ববর্তী স্থান ধ্বসে পানি প্রবেশ করায় এলাকাবাসীর ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল। একই স্থানে গত বছর ধ্বসে গেলে তা সংস্কার করা হয়। এলাকাবাসীর দাবি ডাইকের সংস্কারের অভাবে বহুস্থানে ইঁদুরের গর্ত ও মাছ চাষীদের পুকুরে ডাইক কেটে পাইপ স্থানের কারণে মাঝে মধ্যে এরকম দূর্ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও তদারকির অভাবে ডাইক ধ্বসের মত এমন ঘটনা ঘটছে।
এদিকে নিজেদের সম্পদ রক্ষার্থে রবিবার সকালে ধ্বসে যাওয়া ডাইকের মেরামতে এলাবাসীকে কাজ করতে দেখা গেছে। তারা জানান বেশি পানি থাকায় আমরা হালকা ভাবে কিছু মাটি ফেলার চেষ্টা করেছি।
আত্রাইশুকা গ্রামের রুহুল আমিন ও সোবাহান খা জানান, শনিবার সকালে ধ্বসের খবর দেওয়া হলেও আজ রবিবার পর্যন্ত সংস্কার কাজ শুরু হয়নি। সম্পূন্ন ভেঙ্গে পানি প্রবেশ করলে মাছ, ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হবে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীন রেজার সাথে এ প্রতিনিধি শনিবার যোগাযোগ করলে তিনি জানান,  শহর থেকে লোক পাঠানো হয়েছে। তারা দেখে ব্যবস্থা গ্রহণ করবে।