জানাযায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ৮৫ নং বিষ্ণুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টি একটি পাকা ভবন ও সেমি পাকা ভবনে পাঠদান প্রদান করা হয় শিক্ষার্থীদের। বিদ্যালয়টির উত্তর পাশে পূর্ব থেকেই সরকারি একটি পুকুর রয়েছে। দীর্ঘ দিন পুকুরটি বিদ্যালয় লীজ প্রদান করে আসছিল। পুকুরটি ১নং খতিয়ান ভুক্ত হওয়ায় গত দুই বছর যাবত তা উপজেলা ভ’মি অফিস লীজ প্রদান করে থাকেন। পুকুরটিতে মাৎস্যচাষ ও এলাকাবাসী গবাদী পশু গোসল করানোর কারণে ভেঙ্গে ক্রমেই পুকুরের সীমানা বৃদ্ধি হচ্ছে। পুকুরটির পূর্ব পাশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার যুব সমাজের শারীরিক বৃদ্ধি ঘটাতে রয়েছে বিশাল খেলার মাঠ। যা পুকুরের পেটে যেতে যেতে ছোট হতে বসেছে। এতে মাঠের সীমানায় লাগানো বিশাল মেহগনির গাছ ভেঙ্গে পুকুরে পড়েছে। বিদ্যালয়ের ভবনের সীমানা ও পশ্চিম পাশের সরকারি সড়ক ধ্বসে যে কোন সময় পুকুর গর্ভে বিলিন হবার উপক্রম হয়েছে।
এদিকে শারীরিক বৃদ্ধি ঘটাতে এলাকার যুবসংঘ এ মাঠে প্রতিনিয়ত ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজন ও শিক্ষার্থীরা বিদ্যালয় সময়ে খেলাধুলা করে থাকে। খেলার মাঠটি ভেঙ্গে পুকুরে যাওয়ায় খেলাধুলাসহ শারীরিক গঠনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এলাকার যুবসংঘের সদস্য আল আমিন মন্ডল জানান, আগে বিদ্যালয় মাঠে আমরা ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করতাম। শত শত দর্শক উপস্থিত হতো খেলা দেখার জন্য। বর্তমান মাঠ ভেঙ্গে পুকুরে যাওয়ায় কোন প্রকার খেলার আয়োজন করা সম্ভাব হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা সোহেল মোল্লা জানান, সড়ক ভেঙ্গে যে কোন মুহুর্তে আমাদের সীমানা ধ্বসে পুকুরে যাবে। সড়ক, বিদ্যালয় ও খেলার মাঠ রক্ষা করতে পুকুরে মৎস্যচাষ বন্ধ করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেনা পারভীন জানান, মৎস্যচাষের কারণে মাটি সরে গিয়ে বিদ্যালয় ভবন হুমকীর মুখে রয়েছে। এছাড়াও করোনার সময় বিদ্যালয় বন্ধ থাকায় স্থানীয়রা গোবাদী পশু পুকুরে গোসল করিয়েছে। এতে ধীরে ধীরে পুকুরের পাড় ও বিদ্যালয় মাঠ ভেঙ্গে গেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, আমরা পুকুর ও বিদ্যালয় পরিদর্শন করেছি। মাঠ ভরাটের জন্য স্থানীয় প্রশাসনের নিকট বরাদ্দ চেয়েছি। উপড়ে পড়া গাছটি সরকারি বিধি অনুযায়ী কাটার চেষ্টা চলছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জামাল আহমেদ জানান, সরকারি পুকুরে মাৎস্যচাষ করলে সড়ক ও বিদ্যালয়ের ক্ষতি হলে পুকুরটির লীজ বাতিল করা হবে। এছাড়াও তিনি সরেজমিন পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন।