২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় পুকুরে বিষ প্রয়োগ প্রায় ৬লাখ টাকার মাছ নির্ধন

শেয়ার করুন:

সাঁথিয়া ( পাবনা ) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মৎস্য ব্যবসায়ী প্রায় ৬ লক্ষাধীক টাকার মাছ নির্ধন  করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চক-নন্দনপুর গ্রামের পুরনো ইটভাটার পাশে সুমনের পুকুরে।
চক-নন্দনপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী সুমন জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে প্রায় পৌনে ৪ লক্ষ টাকায় লীজ নিয়ে ৭ বিঘার মত পুকুরে মাছ চাষ করি। কয়েকদিন ধরে পুকুরে শ্যালো মেশিন (সেচ যন্ত্র) দিয়ে পানি নিস্কাশন করে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমতাবস্থায় বুধবার দিবাগত রাতে কে
বা কাহারা শত্রুতাবশত আমাদের পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে। বৃহস্পতিবার সকালে দেখা যায় সব মাছ মরে পঁচে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৬ লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়। ##