৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ

শেয়ার করুন:

সাঁথিয়া
(পাবনা) প্রতিনিধি
: পাবনার সাঁথিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট করেছে
মুখোশধারী ডাকাতদল। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) রাত ২টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া
গ্রামের আতোয়ারের বাড়ীতে। 
গৃহকর্তা
সুত্রে জানা যায়, হাটবাড়িয়া গ্রামের আতোয়ার হোসেন প্রতিদিনের ন্যায় বুধবার দিনগত রাতে
পাশে বোয়াইলমারী বাজার(নৈশ্য প্রহরী) পাহাড়া দিতে যান। বাড়ীতে তার ছেলে এরশাদ আলী স্ত্রী
সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। এরশাদ বলেন, রাত প্রায় ২টার দিকে তার ঘরের দরজায় ধাক্কা দিয়ে
বলে আমরা পুলিশ প্রশাসনের লোক দরজা খোল। তোমার নামে গাজা বিক্রির অভিযোগ আছে। দরজা
খুলে দিলে মুখোশধারী ডাকাতদল চাপাতি, বটিসহ দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লক্ষ
৭ হাজার টাকা ও সোনা-রূপার গহনা এবং ২টি মোবাইল ফোন লুটে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে
আতোয়ার সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
এব্যাপরে
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, এরশাদকে জিঙ্গাসা বাদের জন্য আটক করা হয়েছে।
সে আত্মীয়দের টাকা মেরে দেয়ার জন্য এ কান্ড ঘটিয়েছে। আরো তদন্ত করে দেখা হচ্ছে।