আবুল কাশেম ,সাঁথিয়া প্রতিনিধি: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নিবাচনে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুব আলম বাচ্চু । তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিলের শেষ দিন রোববার (২০ ডিসেম্বর) দুপুরে সাঁথিয়া উপজেলা নিবাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হকের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলাআ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, নারী ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিলসহ আ’লীগ,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ মনোনয়ন পত্র জমা দিলেন উপজেলা নিবাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হকের হাতে। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। এ ছাড়াও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আকতার হোসেন তার মনোনয়ন জমা দেন। এ ছাড়াও কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ মোট ৪৪ জন প্রার্থী জমা দিয়েছেন বলে জানিয়েছেন সহ-রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হক।
রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ছিল। আগামী ২২ ডিসেম্বর বাছাই প্রক্রিয়া শেষ হবে। উল্লেখ্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারী সাঁথিয়াসহ দেশের ৬১টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ##