২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে -এ্যাড টুকু এমপি

শেয়ার করুন:

  

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুঁকু এমপি বলেছেন, আগামী ১৬ জানুয়ারী সাঁথিয়া পৌর নির্বাচনে নৌকার প্রার্থী মাহবুবুল আলম বাচ্চুকে দলবল নিবিশেষে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধবংস করার জন্য জাতির পিতাকে হত্যাকরা হয়েছিল । এখনও  দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। রাজাকার আল বদরদের নিয়ন্ত্রন করা গেলেও নিশ্চিহ্ন করা যায়নি। জঙ্গিদের আনাগোনা ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনার মশাল সামনের দিকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশে^র বুকে যে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন তার ধারাবাহিকতা রক্ষায় পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে হবে। বুধবার পাবনার সাঁথিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশর্ত বাষিকী উপলক্ষে বধিত সভায় প্রধান অতিথির   বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা আ’লীগ ও পৌর আ’লীগের উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে ও শাখাওয়াত হোনে সাজ্জাতের পরিচালনায় আরো বক্তব্য দেন সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানক, পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, আ’লীগ নেতা হাসান আলী খান, রবিউল করিম হিরু, পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু (নৌকা প্রতিক), ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল,উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক স্বপন প্রমুখ।#