১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় প্রতিবন্ধী কিশোরকে বলৎকার

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় টেলিভিশন দেখতে গিয়ে মনির শেখ (১৬) নামের এক মুখ প্রতিবন্ধী (বোবা) কিশোরকে বলৎকার করেছে প্রতিবেশী শরিফ নামের এক লম্পট। থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি শনিবার ২২ আগষ্ট সকাল ৯টার দিকে।
 অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা নন্দনপুর ইউনিয়নের দরিজগনাথপুর গ্রামের মজিবর শেখের ছেলে মনির শেখ (১৬) প্রতিবন্দী বাড়ীতে একা বসে টেলিভিশন দেখছিল। বাড়ীতে কেউ না থাকায় সুবাদে প্রতিবেশী আঃ রাজ্জাকের ছেলে শরীফ মনিরকে বলৎকার করে। মনির ইশারায় তার ঘটনাটি জানালে মনিরের মা মরিয়ম খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, থানায় অভিযোগ পেয়েছি। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।