১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে নিরুদ্দেশ গ্রাম্য ডাক্তার

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে নিয়ে নিরুদ্দেশ হয়েছে প্রভাস সুত্রধর নামের এক গ্রাম্য চিকিৎসক। ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া বোয়াইলমারী গ্রামে। সে বোয়াইলমারী গ্রামের সুর্য্যকান্ত সুত্রধরের ছেলে।

থানায় অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বোয়াইলমারী বাজারে গ্রাম্য ডাক্তার প্রভাস সুত্রধর হাটবাড়িয়া গ্রামের জহির আলমের মেয়ে এক সন্তানের জননী জুলিয়া খাতুন (২৫) এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। স্বামী বিদেশে থাকায় জুলিয়া পিতার বাড়ীতে থাকতেন। সে ওই গ্রাম্য চিকিৎসকের নিকট শারিরীক অসুস্থতার  চিকিৎসা করাতেন। চিকিৎসা সেবার পাশা পাশি চলে তাদের মন নেওয়া দেওয়া। গত ৩ সেপ্টেম্বর সকাল  এগারোটার দিকে ৪ বছরের কন্যাকে নিয়ে প্রভাসের সাথে নিরুদ্দেশ হয় প্রবাসীর স্ত্রী। বিষয়টি জানা জানি হলে জুলিয়ার পিতা জহির আলম বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার সাঁথিয়া থানার এসআই বিধান দাস পরিদর্শণ করেন।
জুলিয়ার পিতা জহির আলম জানান,প্রায় চার/ পাঁচ লাখ টাকা নিয়ে সে প্রভাসের সাথে চলে গেছে। এদিকে মেয়ে ও নাতনী জীবিত কি মৃত তা নিয়ে শংকায় রয়েছেন পরিবার।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দুকুল ইসলাম জানান, অভিযোগের পর থেকেই আমরা জুলিয়া ও তার সন্তানকে উদ্ধারের চেষ্টা করছি।