১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে  শনিবার (৫ জুন) প্রাণিসম্পদ প্রদর্শনী /২১ইং উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ৩৫টি স্টল পরিদর্শন করে শ্রেষ্ঠ খামারী নির্বাচন করেন। সাঁথিয়া অডিটরিয়ামের সামনে দুপুর উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে ও মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন খামারী বেলায়েত হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এলডিটি ডাঃ আতাউর রহমান। পরে প্রধান অতিথি শ্রেষ্ঠ খামারীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন।##