জালাল উদ্দিন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় “স্বপ্নময় সাঁথিয়া” ফেসবুক গ্রুপের উদ্যোগে গতকাল শনিবার পাবনার সাঁথিয়ায় ‘প্রাণের বিদ্যালয় স্বপ্নের আঙিনা’ প্রতিযোগিতা-২০২০ এর পুরস্কার বিতরণী সাঁথিয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। স্বপ্নময় সাঁথিয়া ফেসবুক গ্রুপের ফাউন্ডার এডমিন ডাঃ আব্দুস শুকুর রঞ্জন এর সভাপতিত্বে ও হলিক্রিসেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও গ্রুপের এডমিন আশরাফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক জালাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন, শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রিপন, গ্রুপের এডমিন প্রকৌশলী মোরসালিন ইসলাম, শিক্ষক আব্দুল বারী, শিক্ষক নাহিদা আফরোজ, শিক্ষার্থী মেহরাজ শোভন, জিতু হাসান প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাহাদি হাসান, কবিতা আবৃত্তি করেন আলহাজ উদ্দিন, গীতিকার আরাফাত হোসেন রাশেদের লেখা সঙ্গীত পরিবেশন করেন আঃ হামিদ রানা। এ সময় উপস্থিত সকলকে স্বপ্নময় সাঁথিয়ার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। #