সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি, “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এ স্লোগানকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সাঁথিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও সাঁথিয়া মহিলা আ’লীগের পক্ষ থেকে পৃথকভাবে কর্মসুচির আয়োজন করে।
রোববার সকাল ১১টায় উপজেল পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা সমজিদের মোয়াজিন আব্দুল মতিন। পরে প্রধান অতিথি সেলাই মেশিন বিতরণ করেন।