১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় বজ্রপাতে দুইজনের করুণ মৃত্যু

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম : পাবনার সাঁথিয়ায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। জানা যায়, আজ ১১ মে সকালে সাঁথিয়া উপজেলাধীন আফড়া গ্রামে ও নাগডেমরা ইউনিয়নের ছোটো পাথাইলহাট গ্রামের অপর একজন কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। 

নিহতরা হলেন, আফড়া আরিফ হোসেন (১৫) পিতা আফসার আলী, গ্রাম পুটিয়া , থানা শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ। তিনি ঐ গ্রামের বাঙ্গি ক্রয় করতে এসেছিলেন। বাঙ্গি তুলার একপর্যায়ে তীব্র মেঘে বজ্রপাতে মারা যায় । 

অপর জন, ইমরান হোসেন (১৮)  পিতা জয়নাল প্রামাণিক, গ্রাম ছোটো পাথাইলহাট। তিনি ঐ বেগুন তুলতে খেতে যান। একপর্যায়ে তীব্র মেঘ বজ্রপাত হলে তিনি মারা যান। 

এদিকে ঘটনার পরেই সংবাদ পেয়ে নিহতের বাড়িতে ছুটে জান সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।  তিনি নিহত দুইজনের দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ভাবে ১০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তিতে প্রত্যেককে আরও ১০ হাজার করে টাকা দেওয়া হবে।