সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার বিয়ের প্রলোভনে ৪ সন্তানের জননী গৃহবধুকে ধর্ষণের অভিযোগ। ধর্ষক প্রমিককে আটক করে জেল হাজতে প্রেরণ। সে উপজেলার বেয়ালমারী গ্রামের নির্মল রায়ের ছেলে লিটন রায় (৩৫)।
জানাযায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আব্দুল কদ্দুসের স্ত্রী ৪ সন্তানের জননী লাইলী খাতুন (৪৫) বুধবার দিনগত গভীর রাতে ঘর থেকে বের হয়। এসময় লাইলীর ছেলে লাভলু (২৩) মায়ের পিছু নেন। মা লাইলী তার হিন্দু প্রেমিক একই গ্রামের নির্মল রায়ের ছেলে লিটন রায় (৩৫) এর ঘরে প্রবেশ করে। ছেলে পাশ্ববর্তী লোকজনকে ডেকে কৌশলে লিটনের ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। রাতেই থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ প্রেমিক ও প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রেমিকা লাইলী জানান, লিটনের সাথে আমার দীর্ঘ দিনের প্রেম। সে আমাকে বিয়ের প্রলোভনে বার বার ধর্ষণ করেছে। ঘটনার দিন (বুধবার রাতে) সে (লিটন) বিয়ে করবে বলে আমাকে বাড়ি আসতে বলে।
এলাকাবাসী জানান, লিটন তার স্ত্রীকে মারপিট করে কয়েক দিন আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এ সুযোগে সে অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। লাইলীর স্বামী আ: কদ্দুস জানান, আমি কাজ করার কারণে বাড়ির বাইরে থাকি। এ সুযোগে সে (লাইলী) অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে।
এদিকে সাঁথিয়া থানায় লাইলী খাতুন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষিতা প্রেমিকাকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা উভয়কে আটক করে থানায় নিয়ে আসি। আজ বৃহস্পতিবার প্রেমিক ধর্ষক লিটনকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।