বিশেষ প্রতিনিধিঃ-
পাবনার সাঁথিয়ার আলহাজ¦ খোদেজা আমিন ফাউন্ডেশন(আকাফ) এর উদ্যোগে বেকার তরুণ/যুবকদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও আকাফ কম্পিউটার এডুকেশন একাডেমির উদ্যোগে এ কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রথম ব্যাচে চল্লিশ জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করে সফল ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়। শুক্রবার (২৮ আগস্ট)উপজেলার সিলন্দা বাজারে অবস্থিত আকাফ টাওয়ারের দ্বিতীয় তলায় স্বাস্থ্যবিধি মেনে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সনদ বিতরণ করা হয় । আকাফ কম্পিউটার এডুকেশন একাডেমির সভাপতি কে এম ইমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন আকাফের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট লেখক এবং প্রকেীশলী জি এম এম কামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক ইরশাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আকাফের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট লেখক এবং প্রকেীশলী জি এম এম কামাল পাশা বলেন, গ্রামাঞ্চালের শিক্ষিত যুবক/যুবতীদের কর্মমুখী করে গড়ে তুলতে আমাদের এ উদ্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল প্রযুক্তি গ্রামাঞ্চলে ছড়িয়ে দেবার লক্ষে কাজ করে যাচ্ছে আকাফ ফাউন্ডেশন। বর্তমানে তিনটি কোর্সে প্রায় ১৫০জন শিক্ষার্থী আকাফ থেকে প্রশিক্ষণ গ্রহণ করছে।