উপজেলার ঘুঘুদহ বিলপারের বিষ্ণুপুর মৌজার রায়েকমারি সরকারি প্রথমিক বিদ্যালয়ের দক্ষিন-পূর্ব পাশ্ব দিয়ে প্রায় ১ কিলোমিটার সড়ক বিলের মধ্যে দিয়ে চলে গেছে। সড়কটি দিয়ে রায়েকমারি, বালিয়াকান্দি, ঘুঘদহ ও বিষ্ণুপুর গ্রামের শত শত কৃষক তাদের জমিতে যাতায়াত, আবাদের জন্য যন্ত্রপাতি সরবরাহ ও ফসল সংগ্রহ করে থাকেন। তৎকালি হিন্দু জমিদাররা কৃষকদের সুবিধার্থে নিজেদের জমি সড়কের জন্য দান করেন ও সড়ক নির্মান করেন। সড়কটির জায়গা ডি,এস জমিদারের নামে ও এসএ রেকর্ড সড়ককের নামে হয়। পরবর্তিতে সড়কটির পশ্চিম অংশের (মাথা) থেকে ৩২শতক সড়ক আরএস খতিয়ানে ভুল তথ্য দিয়ে রেকর্ড করে নেন পাশ্ববর্তী দুই প্রভাবশালী। যার আরএস দাগ নং ১২২১ ও ১২২২। সড়কটির দক্ষিন থেকে ১৬ শতক ও উত্তর পাশ্ব থেকে বাকিঁ ১৬ শতক আরএস খতিয়ানে রেকর্ড করে নেন কফিল উদ্দিন, জব্বার প্রাং, নওশের প্রাং ও শহীদ প্রামানিক গং। তারা জমি রেকর্ড করে অন্যত্র বিক্রয় করার পায়তারা করছে বলে জানান এলাকার কৃষকরা। তারা আরও জানান, সড়কটি বেদখল হলে আমাদের চারটি গ্রামের শত শত কৃষক জমিতে যাতায়াত, আবাদের জন্য যন্ত্রপাতি সরবরাহ ও ফসল সংগ্রহ করতে পারবে না। বিলে নামা ও উঠার সড়ক না থাকলে বৃহত্তর বিলের ফসল উৎ’পাদন হুমকীর মুখে পড়বে। সরেজমিন বিল পারে গেলে দেখা যায়, এলাকাবাসী নিজেদের জমিতে ফসল সংগ্রহ ,খড় সংগ্রহ, গো-চরণসহ বিভিন্ন কাজে ওই সড়কটি ব্যবহার করছে। বিলে ধান, পেঁয়াজ, শরিষা, গমসহ বিভিন্ন ফসল উৎপাদন করছে কৃষক।
এব্যাপাওে এলাকাবাসীর পক্ষে বাদী হয়ে পাবনা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেছেন রায়েকমারি গ্রামের নজরুল ইসলাম। যার নং৫৯।