সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সাঁথিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম জামাল আহমেদ। বেলা ১০টা থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল সহকারে উপজেলা অডিটরিয়ামে জমায়েত হতে থাকে জনতা। ১১টায় উপজেলা শহীদ মিনারে উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম জামাল আহমেদ এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড, শামসুল হক টুকু এমপি। আরো বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাবেক কমান্ডার আব্দুল লতিফ। আরও বক্তব্য দেন উপজেলা আ’লীগের সহÑসভাপতি রবিউল করিম হিরু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লেলিন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক স্বúন প্রামাণিক প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধা জনতা আনন্দ র্যালী বের করেন। র্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়।।##