সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাÑ: পাবনার সাঁথিয়ায় মানুষিক ভারসাম্যহীন একজন নারীকে উদ্ধার করে তার বাবার নিকট তুলে দিল সাঁথিয়া থানা পুলিশ। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান , গত ১ আগস্ট রাত সোয়া ৯টার সময় ভারসাম্যহীন ও মেয়ে (২০) সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান এর বাসার সামনে এসএসএস নামে একটি এনজিও প্রতিষ্ঠানের দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মেয়েটিকে জিজ্ঞাসাবাদে তার নাম ঠিকানা না বলে অসংলগ্ন কথাবলে। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে জিডি মুলে নারী পুলিশের হেফাজতে রাখা হয়। পরে তার পরিচয় উদঘাটনের জন্য সোশ্যাল মিডিয়ায় পাবনা জেলা পুলিশের আইডিতে ওই নারীর ছবি দিয়ে পোস্ট দেওয়া হয় ঠিকানা উদ্ধারেরে জন্য। ফেসবুকে পোস্ট দেয়ায় বিভিন্ন কমেন্টসের সুত্র ধরে পুলিশ মেয়েটির পরিচয় জানতে পারেন যে সে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের করমজা পশ্চিম পাড়া আজগর আলীর মেয়ে। পরে পুলিশ তার বাবাকে থানায় ডেকে মেরেয়টিকে বাবার হেফাজতে দেওয়া হয়।
ওই নারীটির ভারসাম্যহীনের বিষয়ে খোঁজ নিতে গেলে জানা যায়, গত বছর সেনাবাহিনীতে কর্মরত এক ব্যক্তির সাথে মেয়েটির সম্পর্ক হয়। পরে ওই সেনাসদস্য ওই নারীকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতে গেলে মেয়েটি সাঁথিয়া থানায় অভিযোগ দেন। পরে ওই সেনা সদস্য তাকে বিয়ে কররে। বিয়ের পর তাদের মধ্যে বনিবনা না হওয়ায় পারিবারিক ভাবে সেনাসদস্যর কাছ থেকে দেনরেমাহর পরিশোধ করে ডিভোর্স নেওয়া হয়। কিছুদিনের মধ্যে মেয়েটির মা মারা যান। মা মারা যাওয়া ও বিয়েতে ডিফোর্স হওয়া বিভিন্ন বিষয় নিয়ে আস্তে আস্তে মেয়েটি ভারসাম্যহীন হয়ে পড়ে।
Post Views: 11