১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় মহাসড়কে সিসিটিভি স্থাপন উদ্বোধন

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজার বনিক সমিতির আয়োজনে বনগ্রাম ক্যাবল নেটওয়ার্কের সহযোগিতায় বাজারে ১৬টি সিসিটিভি স্থাপনের আয়োজন করা হয়। বুধবার(২ জুন) দুপুর ১২টায় পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারে হাইওয়ে রাস্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার  মহিবুল ইসলাম পিপিএম।   
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সহসভাপতি কার্তিক সাহা, বনগ্রাম ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকার আলহাজ আঃ রহিম বাবু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ড. সরদার ফারুক হোসেন, বনগ্রাম বনিক সমিতির সভাপতি আল মামুন রিপন প্রমুখ। আতাইকুলা থানার ওসি তদন্ত সিদ্দিক হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার অপরাধ মাসুদ আলম, এ,এসপি সার্কেল রোকনুজ্জামানসহ স্থানীয় সুধীবৃন্দ। এসপি বলেন মহাসড়কে দুর্ঘটনার যান শনাক্ত, দুস্কৃতকারীদের শনাক্তসহ বিভিন্ন অপরাধ দমনে এ সিসিিিটভি স্থাপন করা হলো। ##