
সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা সাঁথিয়ায় পাবনার র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহের (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার দেহ তল্লাসী করে ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জাহের সাঁথিয়া উপজেলার আটিয়াপাড়া ক্ষিদির গ্রামের হাবিব প্রামানিকের ছেলে। জানাযায়,পাবনার সাঁথিয়া উপজেলার পাথাইলহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদক ব্যবসায়ী জাহের প্রাং ইয়াবা বিক্রি করছে। এখবর পেয়ে পাবনা র্যাব -১২ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে মাদক ব্যবসায়ী জাহেরকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ৮৫৫পিস ইয়াবা উদ্ধার করে। এব্যাপারে সাঁথিয়া থানায় একটি মাদক মামলা হয়েছে। ##