৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি,পাবনার সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ,আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার দোয়া কামনা  ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রশিদুনবী রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লেলিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, আক্তার রফিক বাবু প্রমুখ। উদ্বোধনী বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ। পরে কেক কাটা হয়।##