১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় মোবাইল ফোনের জন্য ভাই ও বোনকে কুপিয়ে আহত

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: র্স্মাট মোবাইল ফোন দেখতে না দেওয়ায় ছোট ভাই ও বোড় বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করছে সৈকত নামে এক যুবক। নৃশংস ঘটনাটি ঘটেছে সাঁথিয়ার গাঙ্গহাটি গ্রামে সোমবার রাতে। পারিবারিক সূত্রে জানাযায়, সোমবার রাত পৌনে ৯ টার দিকে সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের গাঙ্গহাটি গ্রামের খন্দকার ইব্রাহিম হোসেনের ছেলে সৈকত(২০), সৌরভ(১৮) ও একমাত্র কন্যা ইভা(২২) তাদের ঘরে মোবাইল ফোন দেখতে থাকে। পিতা ইব্রাহিম তাদের মোবাইল দেখতে নিষেধ করায় পিতার উপর ক্ষিপ্ত হয়ে উঠে সৈকত। বোন ইভা ও ছোট ভাই সৌরভ বড় ভাই সৈকতের কথার প্রতিবাদ করলে সৈকত ঘরের ধরজা বন্ধ করে ঘরে থাকা ধারালো হাসুয়া দিয়ে সৌরভ ও ইভার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মূমূর্ষ ইাভা ও সৌরভকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা বেগতির হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থা আরো আশংকা জনক দেখা দিলে ভাই সৌরভ ও বোন ইভাকে চিকিৎসক ঢাকা হাসপাতালে রির্ফাড করেন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ সোমবার রাতেই দূর্ধর্র্ষ সৈকতকে বাড়ি থেকে আটক করে। জব্দ করে ধারালো হাসুয়া। পিতা ইব্রাহিম সাংবাদিকদের জানান, তার ছেলে সৈকত কিছুদিন ধরে মানষিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছে। এ ব্যাপারে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সৈকত থানা হেফাজতে রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।