সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ যৌর্থ উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস পালন করেছেন। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। সকাল ৯টায় স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপির নেতৃত্বে সাঁথিয়া কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলীর পরিচালনায় প্রধান অথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রাজ,সাধরণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লেলিন প্রমুখ।##
সাঁথিয়া প্রেসক্লাবঃ সাঁথিয়া প্রেস ক্লাবের উদ্যোগে যথাযর্থ মর্যাদার ৪৯তম মহান বিজয় দিবস পালনের আয়োজন করে। সকালে জাতীয় পতাকা উত্তোন করা হয়। সকাল ৯টায় প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদস্য রতন দাস, অধ্যাপক আব্দুদ দাইন, আব্দুল হাই, খালেকুজ্জামান পান্নু, তাইজুল ইসলামের নেতৃত্বে সাঁথিয়া কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। পরে প্রেসক্লাবে সভাপতি জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় দিবসটির তাৎপর্যায় তুলে ধরে বক্তব্য দেন উজ্জল হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।##
উপজেলা আ’লীগঃ পাবনার সাঁথিয়ায় ৪৯তম মহান বিজয় দিবস পালন করেছেন উপজেলা আওয়ামীলী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। সকাল ৯টায় স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপির নেতৃত্বে সাঁথিয়া কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। পরে দলীয় কার্যলয়ে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে মেলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান জিয়া।##
উপজেলা বিএনপি, পাবনার সাঁথিয়ায় ৪৯তম মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিএনপি’র নেতৃবৃন্দ একটি র্যালীসহকারে সাঁথিয়া কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। পরে দেশ জাতীর কল্যান কামনাসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেত্রী খায়রুন নাহার, উপজেলা বিএনপি’র সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রইজ উদ্দিন, যুগ্ন সম্পাদক ও ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল হক, বিএনপি নেতা আবুল কাশেম কাসু, আব্দুস সাত্তার, শ্রমিক নেতা মাহবুব হাসান টিটো, পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সম্পাদক ইলিয়াস হোসেন বিপ্লব, মকবুল হোসেনসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।##
জাতীয় পাটিঃ পাবনার সাঁথিয়ায় ৪৯তম মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা জাতীয় পাটির নেতৃবৃন্দ একটি র্যালীসহকারে সাঁথিয়া কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে পৌর জাতীয় পাটির সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে ওউপজেলা যুব সংহতি পাটির সাধারণ সম্পাদকের পরিচালনায় বক্তব্য দেন, জাতীয় পাটির নেতা আব্দুল আলিম, রফিকুল ইসলাম মিঠু, রফিকুল ইসলাম, আব্দুল মান্নান মানিক, আব্দুল বাতেন, বাবুল হোসেন প্রমুখ।##
Post Views: 42