২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাঁথিয়া পৌরসভা, উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠন, উপজেলা জাতীয় পাটি ও পৌর জাতীয় পাটিসহ  অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিবসটি পালন করেছে। সাঁথিয়া কেন্দ্রীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ, সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, আ’লীগের, বিএনপির নেতাকর্মী, জাতীয় পাটি, এনজিও, সাংস্কৃতিক সংগঠনের  নেতা-কর্মীরা। প্রত্যুষে ৫০বার তোপধ্বনির মাধ্যামে দিবসের  শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় সাঁথিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও পায়রা অবমুক্তর মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। করা হয়।