সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল দশটার দিকে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের তেরখাদা গ্রামের বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে পাবনা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করেছে।
আহতদের মধ্যে ফরিদপুর উপজেলার উত্তর টিয়াপাড়া গ্রামের একই পরিবারের রিনা খাতুন (৩৫), মারিয়া খাতুন (৪), মুসলিমা খাতুন (২৫), মেরিনা খাতুন (৪৫), ডেমরা গ্রামের ইসহাক আলী (৪৮), ছোট পাথাইলহাট গ্রামের সুমাইয়া (১৮)’র পরিচয় পাওয়া গেলেও বাকী আহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ফরিদপুর উপজেলার ডেমরা থেকে বিশ্বাস এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি ডেমড়া-আতাইকুলা সড়কের সাঁথিয়ার তেরখাদা গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পাবনা ও সাঁথিয়ার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে বাস ও আহতদের উদ্ধারের জন্য পুকুর থেকে শ্যালোমেশিনের সাহায্যে পানি নিষ্কাশন করে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি। উদ্ধারকাজ চলাকালে সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আঞ্চলিক ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। বাসটি উদ্ধারের পর যানজট নিরসন হয়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।##
Post Views: 13