১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় যুবককে কুপিয়ে জখম

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি, পাবনার সাঁথিয়ায় ধারালো অস্ত্র দিয়ে  শিশির(১৮)কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার রাত সাড়ে ৮টা উপজেলার ছেচানিয়া( আফতাবনগর) গ্রামে ঘটনাটি ঘটেছে। জখমী শিশির উপজেলার ছেচানিয়া(আফতাবনগর) গ্রামের আমিনুন ইসলামের ছেলে।
পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার ছেচানিয়া(আফতাবনগর) গ্রামের আমিনুল ইসলামের ছেলে শিশিরের সঙ্গে একই গ্রামের আয়নাল হকের ছেলে কাজলের ডেঙ্গি নৌকায় কচুরী কাটাকে কেন্দ্র করে কয়েকদিন আগে  কথা কাটাকাটি হয়। এর জের ধরে কাজলসহ ৩ জনকে শিশিরা মারধর করে। এ বিষয় সাঁথিয়া পৌর মেয়র উভয় পক্ষকে নিয়ে মিমাংসা করেন। গত শুক্রবার (২০ আগষ্ট) রাত সাড়ে ৮টায় দিকে ছেচানিয়া বাজার থেকে শিশির বাড়িতে যাওয়ার সময় পূর্বপাড়া মসজিদের নিকট পৌছা মাত্রই পূর্বপরিকল্পিতভাবে  কাজলের নেতৃত্বে ৭/৮জন দেশী তেরী অসাত্র নিয়ে পথরোধ করেন। কিছু বুঝে উঠার আগেই শিশিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা  আগাইয়া আসলে তারা পালিয়ে যায়। জখমী শিশিরকে মুমুর্ষূ অবস্থায় সাঁথিয়া হাসপাতালে ভতি করা হয়। জখমী শিশিরের অবস্থা আশংকজনক হওয়ায় ঐ রাতেই পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এব্যাপারে শিশিরের বাবা আমিনুল ইসলাম ৮জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।##