সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় অভাব-অনটনের কথা বলায় স্ত্রীর ওপর অভিমান করে ঘরের আড়ায় রশিতে ঝুলে আত্মহত্যা করেছে সুজন(২৭) নামের এক যুবক। সে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের এদ্রাকপুর গ্রামের সধশ পসভঁভপসমসঠ রপলা ছেলে।
জানা গেছে, অভাব-অনটনের সংসারে সুজন ঠিকমত সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাট-বাজার থেকে না আনতে পারায় স্ত্রীর সাথে মাঝে মধ্যেই ঝড়া হতো। গত সোমবার (৯ মে) বিকেলে সুজন মিয়া সাথে তার স্ত্রী সুমাইয়া খাতুন সাংসারিক বিষয়াদি নিয়ে কথার এক পর্যায়ে ঝগড়া হয়। ওইদিন বিকেলেই সুজনের মা তার স্ত্রী সুমাইয়া খাতুনকে তার বাবার বাড়িতে রেখে আসেন। গত মঙ্গলবার (১০ মে) স্ন্ধ্যায় সুজনের সাথে তার বাবা-মায়ের কথা কাটাকাটি হয়। ওই রাতে খাবার শেষে সবাই যার যার শয়ন কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। গত মঙ্গলবার (১০ মে) দুপুরে দিকে সুজনকে না দেখে তার শয়ন কক্ষে সামনে গিয়ে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ফেলে। এসময় দেখে সুজন ঘরের আড়ায় সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ওইদিন সন্ধ্যয় সুজনের লাশ উদ্ধার করে। গতকাল বুধবার (১১ মে) সকালে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আত্মহত্যার খবর আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। গতকাল বুধবার সকালে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।