২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় শহীদ শেখ রাসেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রী ভর্তির অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া পৌরসভাধীন দৌলতপুর অবস্থিত শহীদ শেখ রাসেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৯ম শ্রেনীতে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়্ । শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মসিউর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন ডিটিই’র পরিচালক আক্কাজ আলী শেখ। আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাসান আলী খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমুখ। বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পিতার অসমাপ্ত কাজ শিক্ষা ব্যবস্থা পূণাদ্ধারের জন্য দেশের বেকার ছেলে-মেয়েদের কারিগরী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে এ কর্মসূচী শুরু করেন। এতে এলাকার বেকার ছেলে-মেয়ে এখান থেকে শিক্ষা নিয়ে কর্মসংস্থান করতে পারবে। ###