সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার সাঁথিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেছুর রহমান(৫০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মোখলেছুর রহমান উপজেলার ধুলাউড়ি (মধ্যপাড়া) গ্রামের সিরাজুল হক ফকিরের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, গত ১৮ জুলাই সাঁথিয়া প্রি-ক্যাডেট স্কুলে জামায়াক-শিবিরের ৪০/৫০ জন নেতা-কর্মীরা সরকার উৎখাতের পরিকল্পনা করার জন্য কেন্দ্র নেতাদের সাথে ভিডিও কনফারেন্স করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করে। পরে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। যাহার নং ১৩, তারিখ ১৮/০৮/২০ইং। এই মামলায় গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধুলাউড়ি গ্রাম থেকে তাকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
মামলা তদন্তকারী অফিসার এস আই একরামুল হক জানান, সরকার উৎখাতের ষড়যন্ত্র লিপ্ত থাকায় তাকে গ্রেফার করা হয়েছে। ##
Post Views: 13